বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে ইউএসএ প্রবাসীদের অর্থায়নে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ইং সফল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তুতার অস্থায়ী কার্যালয়,হাসান মার্কেট, স্কুল রোড বৈরাগীবাজারে এ সভা অনুষ্টিত হয়েছে।
বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সহ-সাধারন সম্পাদক জাহিদ হাসান জুবের এর পরিচালনয় ৫নং কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান ও বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সভাপতি তুতিউর রহমান তুতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ফছরুল হক খছরু।
সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, ৪নং শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, ১১নং লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সাইদুল আলম ফুটবল টুর্নামেন্ট এর পৃষ্টপোষক সাইদুল আলম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি এম.এ ওমর, প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে এর ভাইচ চেয়ারম্যান আকমল হোসেন দুলা মিয়া, ৮নং মুল্লাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওলিউর রহমান সাবলু, পৌর আওয়ামীলীগ নেতা জামাল খান, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার সভাপতি আব্দুল মালিক, নুর মোহাম্মদ সহ বৈরাগীবাজার এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ ও বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে।তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে ছাত্রসমাজ অধিকাংশই খেলা ধুলো বলতে বোঝে অনলাইন ভিডিও গেম। যা স্বাস্থের পক্ষে ক্ষতিকর যেমন, তেমনই মানসিক বিকাশের পথেও অন্যতম বাঁধা।
দেহকে সুস্থ, কর্মক্ষম ও প্রাণ-প্রাচুর্যে পূর্ণ করার জন্যে খেলাধুলা অপরিহার্য। সুস্থ শরীর মনের যে শক্তি ও সুদৃঢ় বুনিয়াদ রচনা করে দেয়, তাতে মানুষ পরবর্তীকালে জীবনযুদ্ধে মনোবল হারিয়ে সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করে। সুতরাং মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।
বক্তারা আরোও বলেন,যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার পরিচালনায় শুরু হতে যাচ্ছে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২৩ইং। এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে, ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে। বঙ্গবন্ধুর চেতনায় মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শপথে এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার গভীর অভিপ্রায়ে সুস্থ, সবল ও কর্মঠ হিসেবে তরুণ সমাজকে প্রস্তুত করতে এই ধরনের উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।