কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার রামু উপজেলার জোয়ারিয়ানালার আবুল কালাম ও তার স্ত্রী তৌহিদার ফাঁদে পড়ে অনেকে সর্বশান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা দুইজনে মিলে এলাকার সহজ সরল লোকদের ফাঁদে ফেলে সর্বশান্ত করে যাচ্ছে। এমন কোনো অপরাধ নেই যে তারা করে না। প্রতরনার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। আবুল কালাম কখনো সাংবাদিক, কখনো রাজনৈতিক নেতা সেজে অপকর্মে করে যাচ্ছে।এ কাজে কামালের সহযোগী হিসাবে তার স্ত্রী তৌহিদাকে ব্যবহার করে থাকে।তারা দুই জনই কোনো ব্যক্তিকে তার্গেট করে ফাঁদে ফেলে পরে টাকা হাতিয়ে নেন। কালাম সাংবাদিক পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। পরে চাঁদা না দিলে ভুঁইফোড় অনলাইনে নিউজ প্রচার করে মান হানি করার চেষ্টা করে পরে তার চাহিদা মতো টাকা দিলে নিউজ উঠিয়ে নেন।এছাড়াও বিভিন্ন কৌশলে অন্যের সংসারে ডুকে আবুল কালাম ও তৌহিদা স্বামী -স্ত্রী মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে টাকা আদায় করে আবার অনেকের সংসার ও ভেঙে দিয়েছে অভিযোগ পাওয়া যায়। জোয়ারিয়ানা এলাকায় তাদের অপকর্মের স্বীকার হয়ে অনেকেই পথে বসেছে। রাজনৈতিক নেতা সেজে অনেকের জমি দখল করে নিচ্ছে অভিযোগ উঠেছে । তার স্ত্রী তৌহিদা হচ্ছে তার অপকর্মের মুল হাতিয়ার। এই দুই প্রতারকে আইনের আওতায় আনার প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।