ঢাকাসোমবার , ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করেছে আর্ন এন্ড লিভ ফিজিওথেরাপি সেন্টার আছিরগঞ্জ শাখা

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৪, ২০২১
Link Copied!

সিলেট অফিস: আমরা ভালো থাকার এক আপ্রান চেষ্টা আমরন চালিয়ে যাই, নিজেদেরকে ভালো রাখার ব্যাপারটা আমাদের সকলের কাছে দারুনভাবে মূখ্য। সর্বদা গৌণ হয়ে থাকে অন্যের ভালো থাকা, অন্যকে ভালো রাখা। আবার সেই অন্য মানুষগুলো যদি প্রতিবন্ধি হয় তবে তো আর কথাই নেই।একটা বিশেষ দিনের কথা চিন্তা করুন যে দিন টি শুধু মাত্র প্রতিবন্ধিদের জন্য। তাদের ইচ্ছে,আকাঙ্খা,চাহিদার মূল্যায়ন এই দিনে একটু বিশেষভাবেই করা হয়। এই এক দিনেই আমরা সুস্থ এবং স্বাভাবিক মানুষেরা একটু শপথ নিতে পারি ওদেরকে ভালো রাখার।

শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহানুভূতি ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর নিমিত্তেই দিবসটি সূচনা করা হয়।বাংলাদেশে ও প্রতিবছর দিবস টি যথাযথভাবে পালন করে,বিভিন্ন সভা,সেমিনার এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বাণী প্রদান করে। সামাজিক নিরাপত্তা খাতে বার্ষিক বাজেটের পরিমাণ সন্তুষজনক হারে ই বৃদ্ধি পাচ্ছে। যা বাজেটের ১৭.৮৩ শতাংশ। অর্থ্যাৎ, ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা।

এই প্রতিবন্ধি শিশুদের নিয়ে আর্ন এন্ড লিভ ফিজিওথেরাপী সেন্টার আছিরগঞ্জ আয়োজন করেছে একটি চমৎকার স্বাস্থসেবা বিষয়ক অনুষ্ঠান, ফ্রিডম সিলেট এর সাংবাদিক কামরান আহমদের পরিচালনায় এবং আর্ন এন্ড লিভ ফিজিওথেরাপি সেন্টার, আছিরগঞ্জ বাজার এর চিফ কো-অর্ডিনেটর ওমর ফুরকানীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ৮ নং তিলপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফায়দুল ইসলাম, গ্লোবাল আইটি ভিলেজের চেয়ারম্যান সালেহ আহমদ, এন এস নিউজ টিভির চেয়ারম্যান, সাংবাদিক এম. এ. ওমর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, আর্ন এন্ড লিভ এর স্বেচ্ছাসেবক আমান উদ্দিন আমু, মুজিবুর রহমান, খায়রুলসহ আরো অনেকে এছাড়াও দিনব্যাপি প্রতিবন্ধি ও বয়স্ক শিশুদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

এই ফ্রি ক্যাম্পেইন এবং ফিজিওথেরাপী সেন্টার সম্পর্কে তথ্য জানাতে গিয়ে সেখানে দায়িত্বরত ফারজানা জানান আমরা নিয়মিত তাদের ফ্রি থেরপী দিয়ে যাচ্ছি। আর্ন এন্ড লিভ এর এই ফিজিওথেরাপী সেন্টারে রয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি যা দিয়ে প্রতিবন্ধিদেরকে থেরাপী প্রদানের মাধ্যমে তাদের শারিরিক অবস্থা উন্নয়নের চেষ্টা করা হয়। সেবা নিতে আসা প্রতিবন্ধি শিশুদের অভিভাবকরা জানান, আমরা নিয়মিত এই সেন্টার থেকে সেবা পেয়ে অত্যন্ত খুশি এবং আজকের এই বিশেষ দিন উপলক্ষে আর্ন এন্ড লিভ যে আয়োজন করেছে তা সত্যিই আমাদের হৃদয় ছুয়ে গেছে। আর্ন এন্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি জানান, আমরা প্রতিবন্ধিদের জন্য নিয়মিত এখানে সেবা দিয়ে যাচ্ছি,

এছাড়াও বিশেষ দিনগুলোতে আমরা তাদের জন্য আরও চমৎকার সব অনুষ্ঠানের আয়োজন করে থাকি। উপস্থিত প্রতিবন্ধি পরিবারগুলোকে সাবলম্বি করার জন্যও আমরা পরিকল্পনা করছি। এই বিশেষ দিনটির মত আমরা যেন প্রতিদিনই তাদের পাশে সহানুভূতির হাত বাড়াতে পারি সকলের প্রতি এমন আহবান ও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।