আওয়ামী মৎস্যজীবী লীগ জুড়ীর ফুলতলা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধিঃ আওয়ামী মৎস্যজীবী লীগ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ নভেম্বর সকাল ১০ ঘটিকায় ফুলতলা এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জুড়ী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শামসুল ইসলাম।
উদ্বোধন শেষে ফুলতলা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব রনজিত বোনার্জী জয়’র সঞ্চালনায় এবং আহবায়ক আব্দুল ছালাম’র সভাপতিত্বে শুরু হয় ১ম অধিবেশনের আলোচনা সভা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭নং ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক আহমদ। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী লীগ জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
আরোও খবর দেখতে :বড়লেখায় জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিসচার আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আব্দুর রহমান, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন চক্রবর্তী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সদস্য মোঃ ইমরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম ইমন, আওয়ামী যুবলীগ ফুলতলা ইউনিয়ন শাখার যুগ্ন-আহবায়ক আব্দুল বাছিত সায়াদ, সানী পান্ডে, আওয়ামী যুবলীগ গোয়ালবাড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, যুবলীগ নেতা কামাল হোসেন ও আব্দুল মালিক প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী মৎস্যজীবী ফুলতলা ইউনিয়ন শাখার যুগ্ন-আহবায়ক মোঃ রেজান মিয়া।
আলোচনা সভা শেষে যুবলীগ নেতা ও সম্মিলিত সাংস্কৃতিক জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম ইমন’র সঞ্চালনায় এবং আওয়ামী মৎস্যজীবী লীগ ফুলতলা ইউনিয়ন শাখার আহবায়ক আব্দুল ছালাম’র সভাপতিত্বে শুরু হয় ২য় কাউন্সিল অধিবেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, কার্যকরী সদস্য ইমরুল ইসলাম, জুড়ী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমূখ।
কাউন্সিলে মোঃ রেজান আলীকে সভাপতি, রনজিত বোনার্জী জয়কে সাধারণ সম্পাদক এবং জয়নাল আবেদিন বকুলকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ৭নং ফুলতলা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।