ঢাকাসোমবার , ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

আইয়ার ঠোঁটে ঠোঁট রাখলেন, তারপর হাঁটু গেড়ে বসে আয়রাকে আংটি পরিয়ে দিলেন নূপুর

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২২
Link Copied!

প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে হাসি মুখে ছুটে এলেন নূপুর। আইয়ার ঠোঁটে ঠোঁট রাখলেন, তারপর হাঁটু গেড়ে বসে আয়রাকে আংটি পরিয়ে দিলেন নূপুর শিখারে। হাততালিতে ফেটে পড়লেন সকলে। আয়রা ও নূপুরকে শুভেচ্ছা জানালেন ধারাভাষ্যকার। প্রেম ছিলই, এবার প্রকাশ্যেই নূপুরের সঙ্গে সম্পর্ককে মান্যতা দিলেন আমির কন্যা। বাগদানের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আয়রা খান। লিখেছেন, ‘ও হ্যাঁ, বলেছিল, এবার আমিও হ্যাঁ বলেই ফেললাম।’

 নূপুর শিখারে হলেন আমির খানের ফিটনেস কোচ। তাঁর সঙ্গেই বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন আমির কন্যা। নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি আয়রা। প্রায়দিনই একসঙ্গে সময় কাটানোর নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন আমির খান ও রীনা দত্তের মেয়ে। গত মে মাসে আমির খান ও রীনা দত্তের দেওয়া আয়রার ২৫ বছরের জন্মদিনের পুল পার্টিতেও হাজির ছিলেন নূপুর শিখারে। আবার কিছুদিন আগে দিদার সঙ্গে প্রেমিককে আলাপ করাতেও নিয়ে গিয়েছিলেন আয়রা।  সম্পর্ক পরিণতি দেওয়ার আগে এবার বাগদান সেরে ফেললেন নূপুর ও আয়রা। সোশ্যালে তাঁদের বাগদানের ভিডিয়ো দেখে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। নূপুরের পোস্টের নিচে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে অভিনেত্রী ফাতিমা সানা শেখ ও রিয়া চক্রবর্তীকে। জানা যাচ্ছে, ইতালিতে আয়োজিত আয়রন ম্যান প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছেন নূপুর শিখারে। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগেই তিনি আয়রার আঙুলে আংটি পরিয়ে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।